আমরা সবাই জানি জল ই জীবন। কিন্তু জঙ্গল এ জল মৃত্যুর অন্যতম কারণ। যে সমস্ত প্রাণীরা তৃষ্ণার্ত হয়ে নদী বা জলাশয়ে জলপান করতে যায় , তাদের জন্য সেখানে ওত পেতে আছে স্বয়ং মৃত্যু। কথায় আছে জলে কুমির ডাঙায় বাঘ। কিন্তু কখনো দেখেছেন কি যে ডাঙার ভয়ঙ্কর প্রাণী বাঘেদের জন্য জলের কুমির কতটা ভয়ঙ্কর।
নিচের ভিডিওটি তে দেখা যাচ্ছে একটি চিতাবাঘ তৃষ্ণা নিবারণ এর জন্য জলাশয়ে জলপান করছিল। অতর্কিতে জলের ভিতর থেকে বেরিয়ে এলো দানবাকৃতি এক বিশাল কুমির। মুহূর্তের মধ্যে চিতাবাঘ টিকে মুখের মধ্যে নিয়ে জলে টেনে নিয়ে চলে গেলো। ঘটনাটি Kruger পার্ক এর। বিস্ময় হতবাক যিনি ভিডিও টি তুলেছেন। তারথেকেও হতবাক ওই চিতাবাঘটির সঙ্গী অন্য একটি চিতাবাঘ।
Watch our Viral section for such videos.
Article Comments