creative writing on Bangladesh freedom

স্বাধীনতা?

১৯৪৭ সালের আগস্টে ভারত স্বাধীন হয়েছিল ব্রিটিশদের থেকে৷ তারপর সেই দেশ দু’ভাগ হয়ে ১৪ ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস হলো আর ভারতের হলো ১৫ ই আগস্ট৷ ১৯৭১ এর ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করেছিল সেই পাকিস্তানের কাছ থেকে৷ যে বাংলাদেশের মানুষজন ব্রিটিশ আর পাকিস্তান থেকে দুইবার স্বাধীনতা লাভ করেছিল, সেই দেশের মানুষ হয়ে আমি কিন্তু আজও স্বাধীন নই৷ আমার মত সংখ্যালঘুরা যুগে যুগে দেশে দেশে স্বাধীন দেশে থেকেও আজও পরাধীন৷

১৯৪৭ এ ভারতের স্বাধীনতায় আমার দাদু খুশির কান্নায় বুক ভাসিয়েছিল৷ ১৯৭১ এর বাংলাদেশের স্বাধীনতায় আমার বাবা খুশিতে সবাইকে বুকে জড়িয়ে ধরেছিল৷ আমার দাদু আর আমার বাবা কোনদিন ভাবতেও পারত না যে তারা স্বাধীন দেশে থেকেও পরাধীন৷ আমিও বিশ্বাস করতে চাই না যে, একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে আমি পরাধীন হতে পারি৷

আজ ৭৪ বছরে তিন পুরুষ ধরে আমরা কেবল স্বাধীনতা অর্জন করেছি, বিজয় লাভ করেছি৷ মহান মর্যাদার সাথে সেই সব দিবস পালন করেছি , কিন্তু স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারিনি৷ তার কারণটা আমি আমার ছোট ভাইয়ের দীর্ঘশ্বাসের আফসোস থেকে শুনে খুব অবাক হয়ে যাই৷ সে তার কৈশর জীবনের অনুভূতি থেকে বলেছিল..”কেন যে মুসলিম দেশে হিন্দু হয়ে জন্মেছি? এই দেশে মুসলিম হয়ে জন্ম নিতে পারতাম আর নয়তো হিন্দু হয়ে হিন্দুদের দেশে৷”

জন্ম মৃত্যু কারও হাতে থাকে না৷ তবে কি আজ জন্মটাই আমার মত স্বাধীন দেশের সংখ্যালঘুদের আজন্ম পাপ? নাকি বিখ্যাত নামের কুখ্যাত রাজনীতিবিদদের পাপে আমাদের আজও নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? নাকি ধর্মবিদদের অন্ধ ধর্মব্যবসায় আমাদের পাঠার বলি হতে হচ্ছে বারবার৷

জানি প্রশ্ন তোলা যাবে না৷তাতে আতে ঘা লাগে অনেকের৷ঘা খেতে খেতে নিঃশেষ হওয়া জীবনের মূল্য যখন মেলে না তখন তাকে আর কতদিন আটকে রাখার নীতি-কৌশল করবে তোমরা? স্বাধীনতা যখন কাজে আসে না তখন মানুষ বিদ্রোহী হয়, ধর্ম যখন কাজে আসে না তখন মানুষ নাস্তিক হয় ৷হয় আমাদেরকে আমাদের জীবনের মূল্য দাও নয়তো প্রস্তুত থাকো৷ মূল্য একদিন তোমাদের দিতেই হবে৷ ইতিহাস বলে, সময় ই সময়ের মূল্য দিতে বাধ্য হয়৷ তোমরা কোথাকার কোন হরিদাস পাল, যে ইতিহাস আর কালের ঊর্ধ্বে যাবে?

সমাপ্ত।

Share in Social Media

Share With Friends

Article Comments

Scroll to Top